মাসুদ চৌধুরী সাঈদঃ
ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে পদ্মার বালু বিক্রির মহা উৎসব উঠেছে ঘাট এলাকায়। প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা বালু ব্যবসা। মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় দিন শেষে সন্ধার পর শুরু হয় মাটি বিক্রি। সারা গভীর রাত পর্যন্ত নদীর তীরবর্তী এলাকা জুরে ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গীয়ে একটি চক্র দির্ঘদিন যাবৎ ক্ষমতার দাপটে ভেকু দিয়ে মাটি কেটে জেলার বিভিন্ন অঞ্চলে কোটি কোটি টাকার হাতিয়ে নিচ্ছে এ চক্রটি। শত শত ড্রাম ট্রাক চলছে ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে। মাঝে মাঝে ঘটছে নানা দুর্ঘটনা।
সম্প্রতি কিছুদিন আগে টেপড়া বাসস্ট্যান্ডে সন্ধার ড্রাম ট্রাকের চাপা পরে মটরসাইকেল আরোহী ১জনের মৃত্যু হয়েছে অপর জন মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে। এদের বিরুদ্ধে টু-শব্দ করার সাহস কারো নেই। প্রভাবশালী ক্ষমতার দাপটে নালী বড়রিয়া কৃঞ্চচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঘাট এলাকায় বালু বিক্রির গুরু পেশাদার মাটি ব্যবসায়ী মোঃ মোন্তাজ উদ্দিন (মাস্টার), দাসকান্দি গ্রামের মোঃ জসিম উদ্দিন, মিন্টু ও মিলন কাজী আরো অনেকেই। সরেজমিনে দেখা যায়, লঞ্চ ঘাট থেকে শুরু করে ১ ও ২ নং ঘাটে নদীর তীর থেকে ভেকু দিয়ে মাটি বিক্রি করছে। ঘাট এলাকাসহ নানা স্থাপনা যেকোনো মুহুর্তে নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে এমনটি ধারনা সচেতন মহলের।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্প আন্তর্জাতিক ক্রীকেট স্টেডিয়ামসহ ২ প্রকল্প আছে। এভাবে মাটি কাটলে এই স্থাপনা ধ্বংসের মূখে থাকবে অনেকের ধারনা। মাটি খেকোদের বিরুদ্ধে ১ সাংবাদিক প্রতিবেদন করায় নির্যাতন ও মেরে রক্তাক্ত করা হলে তার কোনো প্রতিবাদ হয়নি। গোপনসূত্রে জানা যায়, নাম প্রকাশ অনিচ্ছুক সাংবাদিক ও প্রশাসন ম্যানেজ করে চলছে এ ব্যবসা। বি আই ডব্লিউ টি এ কর্মকর্তারা বলেন, মাটি কাটার কথা জানিনা তবে দেখছি।
ঠিক যেনো মায়ের কাছে মামা বাড়ীর গল্পের মতো। অথচ বি আই ডব্লিউ টি এ পোরসো কর্তৃক নির্ধারিত এলাকার পাশে রাতে মাটি কাটার মহরৎ চলে। সারারাত ড্রাম ট্রাক মহাসড়কে দাপিয়ে বেড়ায়। তবে সেন্ডিকেটে কাউকে ফোনে পাওয়া যায়নি। এলাকার সচেতন মহলের দাবী শত শত ঘর-বাড়ী নদী গর্ভে চলে গেছে। যেভাবে পদ্মা-যমুনায় ভেকু-ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে একারনে ভাঙ্গন বেশী। ঘাট রক্ষা করতে হলে অতি তারাতারি বালু কেটে বিক্রি বন্ধ করা জরুরী।