মানিকগঞ্জে পথে পথে পুলিশী তল্লাশি,আটক-৭

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপি’র মহাসমাবেশকে সামনে রেখে মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। পাশাপাশি মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক ও মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলা বিএনপি’র অভিযোগ বৃহস্পতিবার রাতে তাদের দলের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে পুলিশ আটক করেছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে বাধা ও হয়রানি করতে আটক এবং পথেঘাটে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন, যুবদল কর্মী মোতালেব হোসেন, ফুকুরহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, উপজেলার হরগজ ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শহিদুল ইসলাম, একই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, সিংগাইর উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান।

এদিকে ঢাকার অন্যতম প্রবেশমুখ মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ধল্লা এলাকাতেও তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। সেখানেও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন।

সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান জানান, ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে তল্লাশিচৌকি থাকলেও সেখানে পুলিশের তৎপরতা খুব একটা চোখে পড়েনি। তবে ঢাকায় বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ তল্লাশিচৌকিতে তৎপরতা চালিয়ে আসছে। বৃহস্পতিবার ভোর থেকে সেখানে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তিনি আরো জানান, তল্লাশি ও আটক করে মহাসমাবেশে যাওয়া ঠেকানো যাবে না। জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে মানিকগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশ যোগ দেবেন।

ধল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেছেন, এ ফাঁড়ির সামনে প্রতিনিয়ত তল্লাশি করা হয়। কোনো দলের কর্মসূচি উপলক্ষ্যে এই তল্লাশি করা হচ্ছে না।
এদিকে শুক্রবার সকাল থেকে ঢাকা-অরিচা মহাসড়কে যানবাহন চলাচল কম করছে।

শিরোনাম