মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক আব্দুল লতিফের যোগদান

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক আব্দুল লতিফের যোগদান করেছেন। মঙ্গলবার (২২ জুন) মানিকগঞ্জের উল্লেখযোগ্য মুহূর্তের অন্যতম হলো নবাগত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের যোগদান। আর এরই মধ্য দিয়ে তিনি প্রাক্তন জেলাপ্রশাসক জনাব এস এম ফেরদৌস মহোদয় এর স্থলাভিষিক্ত হলেন।

সার্কিট হাউজ, মানিকগঞ্জ হলরুমে নতুন জেলাপ্রশাসক মহোদয়কে স্বাগত জানানো হয়। দায়িত্বভার গ্রহণ করেই জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তিনি জেলার সিংগাইর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি সরকারের বিভিন্ন পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

শিরোনাম