মানিকগঞ্জে ধরা পড়া সেই লাজুক প্রাণী গন্ধগোকুলকে ছেড়ে দেয়া হলো

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে ধরা পড়া সেই লাজুক প্রাণী গন্ধগোকুলকে অবশেষে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে,মানিকগঞ্জের বান্দুটিয়া এলাকার মোহাম্মদ মেহেদী হাসান রুবেলের বাসায় হঠাৎ ঢুকে পরে গন্ধগোকুল। পরে বনবিভাগের শরিফুল ইসলামের পরামর্শে তাকে ছেড়ে দেয়া হয়।তিনি জানান, গন্ধগোকুল হিংস্র প্রাণী নয়। এটি লাজুক প্রকৃতির প্রাণী।পরিবেশের ভারসাম্য রক্ষায় খুব উপকারী প্রাণী। একে পেলে কেউ মারবেন না। বন বিভাগে খবর দিবেন। আমরাই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

শিরোনাম