মানিকগঞ্জে দূর্ঘটনায় আহত মুমূর্ষু শিক্ষকের প্রাণ রক্ষার্থে এসপি গোলাম আজাদের দৃষ্টান্ত!

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জ জেলা পুলিশের তাৎক্ষণিক সহযোগিতায় হাসপাতালে পৌছালো সড়ক দূর্ঘটনায় আহত মুমুর্ষু রোগী মো. আব্দুল কুদ্দুস বিশ্বাস (৬০),গ্রামঃ বেতিলা, থানা ও জেলা- মানিকগঞ্জকে। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

জানা গেছে,৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জেলা পুলিশের একটি টিম পূজা মণ্টপ পরিদর্শনে যাওয়ার পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পালড়া নামক স্থানে ষাটোর্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক সদর থানার ওসি আব্দুর রউফ সরকার তাৎক্ষণিকভাবে ওই রোগীকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু রোগী কুদ্দুস বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তথ্যসূত্র-জেলা পুলিশ,মানিকগঞ্জ

শিরোনাম