মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে ডিবি পরিচয়ে কলেজ ছাত্র অপহরণের ঘটনা ঘটেছে। কলেজছাত্র অপহরণের ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে দেওয়ান বাড়ি মসজিদের সামনে শনিবার রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা দুটি সাদা রংয়ের প্রাইভেটকার নিয়ে অপেক্ষমান ছিলো। এ সময় একই গ্রামের মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলাম বিপ্লব সেখানে পৌছানো মাত্র ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা প্রাইভেটকার যোগে তাকে অপহরণ করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা নিজিদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রাইভেটকার যোগে দৌলতপুরের দিকে চলে যায়।
২টি প্রাইভেটকারসহ গ্রেপ্তাতকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের জাবির শাহরিয়ার (৩৫), একেএম ফাহিমুল হক (২৪), মানিকগঞ্জ পৌর সভার উত্তর সেওতা এলাকার সাদনান হোসেন খান (৩০), বরগুনা জেলার বেতাগী থানার মো. শিমুল (২৮), ঢাকার তুরাগ থানার মো. তৌহিদুর রহমান (২৭) ও দৌলতপুরের উলাইল গ্রামের একেএম মাজেদুর রহমান।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো: জাকারিয়া হোসেন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর অভিযান চালিয়ে অপহৃত বিপ্লবকে উদ্ধারসহ অভিযুক্ত ৬ অপহরণকারীকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।