মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। এ সময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু মাদক উদ্ধার।
খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর অভিযানিক দল এসআই হাকিম মোল্লা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানাধীন খোর্দ্দ মহেশপুর এলাকা হতে হারুন অর রশিদ ওরফে হারুন (৪২)কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। যার মূল্য অনুমান ৬০,০০০ টাকা । ২১.৫০ ঘটিকায় হাতেনাতে মাদকসহ গ্রেফতার করে।
একই রাতে অপর একটি অভিযানিক দল এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানাধীন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে শুভ যাত্রা বাস কাউন্টারের সামনে হতে মোঃ বাবুল মিয়া (৩৩)কে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।