মানিকগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

 

মো: উজ্জল হোসেন ঃঃ
মনিকগঞ্জে ভাস্কর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ভাস্কর সাহা পিপিএম এর সঠিক দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জ আকবর আলি খান এর সার্বিক তত্ত্বাবধানে মানিকগঞ্জ সদর থানায় কর্মরত এসআই মোঃ টুটুল উদ্দিন, এসআই শফিকুল ইসলাম সরদার, এসআই মোঃ জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সগণ মঙ্গলবার (১৭ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র ও ধাতব অস্ত্রসহ গ্রেফতার করেছে।

তাদের কাছ থেকে পুলিশ একটি দেশীয় তৈরি পিস্তল এবং ডাকাতি কাজে ব্যবহৃত লোহার ধারালো অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো আন্তঃজেলা ডাকাত দলের সর্দার (১) মহিদুর রহমান মধু (৪০) পিতার নামঃ মোঃ হানিফ মিয়া মাতার নামঃ মৃতঃ বুড়ি বেগম গ্রাম জগতলা ইউনিয়ন কুলিয়া বাজার থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ সদস্য(২) মো:আনোয়ার হোসেন ওরফে ভেন্ডি আনোয়ার(৩০) পিতার নাম মোঃ নজরুল ইসলাম মাতার নাম মোসাম্মৎ আনোয়ারা বেগম গ্রাম বড় সুরুনডী থানা ও জেলা মানিকগঞ্জ (৩) মোঃ হৃদয় হোসেন(৩০) পিতার নাম আব্দুল হক মাতার নাম মোসাম্মৎ মনোয়ারা বেগম গ্রাম মানরা থানা ও জেলা মানিকগঞ্জ (৪) সাদ্দাম হোসেন (৩০) পিতার নাম মনুর উদ্দিন গ্রাম দেড়গ্রাম থানা ও জেলা মানিকগঞ্জ ।

শিরোনাম