মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ এক যুবদল কর্মীকে জেলে পাঠিয়েছে ।এ ঘটনায় মানিকগঞ্জে বিএনপি ও তার অঙ্গসংগঠনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি নিয়ে সোস্যাল মিডিয়া বেশ উত্তাল।
জানা গেছে, ঐ যুবদল কর্মীর নাম শরিফুল ইসলাম ওরফে শামীম। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই সড়কের উত্তরা ব্যাংকের কাছে রিকশাচালককে উল্টো পথে যেতে বলেন শামীম।এতে বাধা প্রদান করে ট্টাফিক পুলিশ কনস্টেবল শাহীন আলম।আর বাধা প্রদান করার কারণে যুবদল কর্মী শামীম ঐ ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর ও চাকরিচ্যুতির হুমকি প্রদান করে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।সোমবার (১৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে শামীমকে কারাগারে পাঠানো হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।