মানিকগঞ্জে ট্রাক চাপায় রিকশা আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে ট্রাক চাপায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন।

জানা গেছে,ঘিওরের জাবরা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল আলীম (৩১) অন্ত:স্বত্ত্বা স্ত্রীকে দেখে রবিবার( ২১ নভেম্বর) ভোর ৬ টার দিকে কর্মস্থলে যাওয়ার পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়ায় এলাকায় ধলেশ্বরী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ড্রাম ট্রাক তার রিকশাটিকে চাপা দিয়েছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিরোনাম