মানিকগঞ্জে টাকা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে টাকা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবির মানিকগঞ্জ এর অভিযানিক দল এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাটুরিয়া থানাধীন নয়াডিংগী সাকিনস্থ মামুনের কসমেটিকস্ এর দোকানের সামনে থেকে মোঃ রাসেল মিয়া (২৬) কে ৫ গ্রাম হেরোইনসহ ৩ ফেব্রুয়ারী ২২.২৫ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে একই দিনে একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়া এর নেতৃত্বে সাটুরিয়া থানাধীন পশ্চিম জান্না সাকিনস্থ রাইল্লা হতে সাটুরিয়াগামী পাকা রাস্তার উত্তর পাশে জনৈক মুকুল এর দোকানের সামনে থেকে মোঃ এরশাদ আলী (৩৩)কে ৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করেন।

শিরোনাম