মানিকগঞ্জে জেলা সদরে ৮টিতে আওয়ামীলীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে জেলা সদর উপজেলায় ৮টিতে আওয়ামীলীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, নবগ্রাম ইউনিয়নে হাসান আল মেহেদী সুহাস (নৌকা), দিঘী ইউনিয়নে আখতার উদ্দিন রাজা ( স্বতন্ত্র),পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা),হাটিপাড়া ইউনিয়নে গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে সেলিম হোসেন বিপ্লব (নৌকা),আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা), বেতিলা-মিতরা ইউনিয়নে আসমত আলী (স্বতন্ত্র) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া গড়পাড়া ইউনিয়নে আফসার উদ্দিন সরকার (নৌকা), জাগীর ইউনিয়নে জাকির হোসেন(নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিরোনাম