মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে জানালা দিয়ে ছোড়া এসিডে ঝলছে গেল গার্মেন্টস কর্মী সাথী(১৯) এর হাত-মুখ। ঘটনাটি ঘটেছে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী-ফেরাজীপাড়া এলাকায়। সাথী ঐ এলাকার আব্দুস সাত্তারের মেয়ে। শুক্রবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে গুরুতর আহতাবস্থায় সাথীকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী-ফেরাজীপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে সাথী আক্তার।
খোাঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সাথীর। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাথীর ওপর অত্যাচার শুরু করে নাঈম। মেয়ের জামাই একজন বখাটে ও নেশাখোর হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই রাস্তাঘাটে মেয়েকে বিরক্ত করতে শুরু করে নাঈম। তার সঙ্গে সংসার না করলে মেরে ফেলার হুমকিও দেয় নাঈম। এরই জের ধরে শুক্রবার (২৮ জানুয়ারী) মধ্যরাতে ঘরের ভাঙ্গা জানালা দিয়ে তার মেয়ের মুখে অ্যাসিড ছোড়ে হাত-মুখ ঝলসে দেয় নাঈম। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মামা লাল মিয়া বাদী হয়ে প্রাক্তন স্বামীকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।