মানিকগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে জেলা সদরে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা। কি রাস্তাঘাট, কি চায়ের দোকান, কি অফিস পাড়া, সর্বত্র এখন আলোচনা ইউপি নির্বাচনকে ঘিরে। পোস্টার, লিফলেটে ছেয়ে গেছে পুরো এলাকা। মাইকিং, শ্লোগানে মুখর অলি-গলি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩৭ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাগীর ইউপিতে জাকির হোসেন ও গড়পাড়া ইউপিতে আফসার উদ্দীন সরকার বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১০টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিরোনাম