মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে মুন্নু হাসপাতাল এ্যান্ড কলেজের শিক্ষকসহ আহত-৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নবীনূর রহমান ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৬ জন।গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,শনিবার(১৮ নভেম্বর) দুপুরে জমি নিয়ে বিরোধে মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান গ্রামের রাশেদ মোশারফ ইমন, তারা মিয়া, সোহান, সোয়েবসহ অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র ও রড নিয়ে শিক্ষক নবীনূরের বড় ভাই মোবারক হোসেন (৪৬)ও ভাতিজা কলেজ শিক্ষার্থী মাহিন আশরাফ জোহাস (১৭)এর উপর হামলা চালায়।এ সময় নবীনূর বড় ভাই মোবারক ও ভাতিজা মাহিন আশরাফ জোহাসকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়।অসহায় নবীনূরকে বাঁচাতে তার পিতা,চাচা ও প্রতিবেশি রাজ্জাক এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়।গুরুতর আহত মোবারককে ঢাকার পঙ্গু হাসপাতালে ও কলেজ শিক্ষার্থী ভাতিজা জোহাস ও নবীনূরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত অন্য ৩ জন প্রাথমকি চিকিৎসা শেষে বাড়িতেই আছেন।সদর থানার ওসি আব্দুর রউফ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, মারামারির ঘটনায় অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম