মানিকগঞ্জে ছোটবারাহী গ্রামে তরুণদের উদ্যোগে রাস্তা সংস্কার
মো: উজ্জল হোসেন ঃঃ
মঙ্গলবার (৮ জুন) মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছোটবারাহী গ্রামের কন্টুর বাড়ি হতে মোল্লাপাড়া রাস্তার কিছু অংশ স্থানীয় তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।
জানা যায়, রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গ্রামবাসী চলাফেরা করে। গ্রামবাসীর কথা চিন্তা করেই স্থানীয় তরুণ সমাজ নিজ নিজ উদ্যোগে রাস্তার পাশের গাছ কাটা সহ মাটি দিয়ে ছোট ছোট গর্ত ভরাট করছে। মঙ্গলবার সারাদিন ব্যাপী স্থানীয় তরুণরা এ সংস্কারের কাজ করেন।
এলাকাবাসী আরো জানায়, এই রাস্তায় প্রতিদিনই ছোটো খাটো দুর্ঘটনা ঘটে থাকে। বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।পানি ও কাঁদা দিয়ে প্রতিদিনই এলাকাবাসীর চলাফেরা করতে হয়।
রাস্তা সংস্কারে ছিলেন আবির,সাব্বির,আকাশ,পিয়াশ সহ আরো অনেক ব্যক্তিবর্গ। তাদের একান্ত প্রচেষ্টায় স্থানীয় তরুণদের নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ করা হয়।