মানিকগঞ্জ প্রতিনিধিঃঃ
মানিকগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিস্কারের পর বিদ্যালয়ে ফিরে এসেছে স্বস্তি।
জানা গেছে,মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসউদ্দিন মঙ্গলবার(১২ এপ্রিল ২০২২) সকালে ষষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রকে বেত্রাঘাত করেন। এতে আহত এক ছাত্র সুলতান মাহমুদ নুরের পিতা আক্তার হোসেন বিদ্যালয় বরাবর লিখিত অভিযোগ করেন। পরে বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের জরুরী সভায় অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।