মানিকগঞ্জে চুরি করে বালু উত্তোলন করায় ৮ জনের জেল-জরিমানা

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে চুরি করে বালু উত্তোলন করায় ৮ জনের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৬ আগষ্ট) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে,শুক্রবার (০৬ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন কালিগঙ্গা নদীতে অভিযান চালায়। এ সময় চুরি করে বালু উত্তোলনের দায়ে পিরোজপুরের চামিগ্রামের জাহাঙ্গীর বাহাদুরের ছেলে সম্রাট মিয়াকে ১ লাখ টাকা, বালু ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলার কান্দা পৌলী গ্রামের জবেদ আলীর ছেলে আলী আজম, পৌলী গ্রামের আছেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ও মোহন মিয়ার ছেলে মাইনুদ্দিন মিয়াকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সদর উপজেলার গোয়ালডিঙ্গী গ্রামের খৈমুদ্দিনের ছেলে জসিম উদ্দিন, পৌলী গ্রামের আলাল উদ্দিনের ছেলে বদর উদ্দিন, ঘিওর উপজেলার চর মির্জাপুর গ্রামের আয়নাল হোসেনের ছেলে নুরুল ইসলাম, পিরোজপুরের স্বরুপকাঠি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শিরোনাম