মানিকগঞ্জে চুরির মামলায় ২৪ ঘন্টার মধ্যে চার্জশীট !
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে অজ্ঞাতনামা এক চুরির মামলায় চোরকেগ্রেফতারসহ ২৪ ঘন্টার মধ্যে চার্জশীট দাখিল করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে,মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া মহল্লার আনোয়ারের বাড়ির ভাড়াটিয়া জসিম উদ্দিনের বাড়িতে ৩১ মে রাত ১টার দিকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। ঐ চুরির ঘটনায় নগদ টাকা ও স্মার্টফোনসহ ৮৪ হাজার টাকার মালামাল চুরি যায়। এ ব্যাপারে জসিম অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করে। মানিকগঞ্জ জেলা সদর সা: এর এএসপি ভাস্কর সাহার আদেশে পুলিশ ৩ জুন চোরদের গ্রেফতার ও ২৪ ঘন্টার মধ্যে চার্জশীট দাখিল করে। মামলার তদন্তভার ন্যাস্ত ছিল এস আই টুটুল উদ্দিনের উপর।
গ্রেফতারকৃত চোরের নাম ডেন্ডি আনোয়ার (৩০)। সে পৌর এলাকার বড় সুরুন্ডি মহল্লার নজরুল ইসলামের ছেলে। টাকা ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।