মানিকগঞ্জে চাকরির প্রলোভনে প্রতারণার শিকার যুবক শরিফ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হয়েছে এক যুবক। প্রতারণার শিকার ঐ যুবক মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের আবুল বাশারের স্ত্রী সুফিয়া খাতুন(৪৯),মৃত ওয়াজদ্দিনের পুত্র আবুল বাশার(৫৫), আবুল বাশারের পুত্র সাব্বির হৃদয়(২১) ও উপজেলার মুকিমপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র মাশরাফি(৩০) বিগত সালের ২০২১ সালে ২২ মার্চ সরকারি চাকরি দেয়ার কথা বলে একই গ্রামের মৃত সহিমুদ্দিনের পুত্র শরিফ(২২) এর নিকট থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর চাকরি দেয়-দিচ্ছি করে না দেয়ায় গত ১৯ মার্চ শরিফ টাকা ফেরত চাইতে গেলে আসামীরা তার উপর ক্ষুব্ধ হয় এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে ঐ যুবক প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করেছেন।

শিরোনাম