মানিকগঞ্জে চলচ্চিত্র পরিচালক ও আওয়ামীলীগ নেতা বাবুরাজ আর নেই


 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ চলচ্চিত্র নির্মিত সমিতির ৪ বার নির্বাচিত সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক হাসিবুর রহমান খান বাবুরাজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তিনি স্ত্রী,সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে চলচ্চিত্র সমিতির নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং তার ভক্ত ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শিরোনাম