মানিকগঞ্জে ঘুর্ণিঝড় জাওয়াদে রবি শস্য ও শাকসবজির ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ জেলার ৭ টি উপজেলায় ঘুর্ণিঝড়ে সরিষাসহ অন্যান্য রবি শস্য ও শাক-সবজি ক্ষেত তছনছ হয়ে গেছে। ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘুর্ণিঝড় জাওয়াদে বৃষ্টি আর বাতাসের কারণে জেলার বিভিন্ন উপজেলায় এসব ক্ষতিসাধিত হয়।

বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে সদ্য বেড়ে উঠা প্রায় এক ফুট উচু সরিষা গাছগুলো মাটিতে ন্যূয়ে পড়েছে। তলিয়ে গেছে সবজি আলুসহ অনেক শাক-সবজির ক্ষেত। এলাকার কিছু কিছু জমিতে নব্য ফোটা সরিষার ফুলও ঝরে পরেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছে জেলার হাজার হাজার কৃষক। তারা এখন কি করবেন, কি নিয়ে বাঁচবেন, সে ভাবনা যেন তাড়া করছে সবাইকে। স্বপ্ন ভঙ্গ হয়েছে আনুমানিক ৫ শতাধিক মৌয়ালদের মৌ চাষ।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে জেলায় ব্যাপকহারে বিভিন্ন জমিতে সরিষার আবাদ হয়েছে। তাছাড়া এবার ব্যাপক হারে শাক-সবজির আবাদও হয়েছে। যা কেবল বাজারজাত শুরু হয়েছিল। গত শনিবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ টানা বর্ষণে জেলার চরাঞ্চল সহ অনেক এলাকার জমির সরিষা গাছ হেলে কিংবা তলিয়ে গেছে।

জেলার কৃষি কর্মকর্তা জানান, ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। তবে কি পরিমান ক্ষতি সাধিত হয়েছে তার পরিমান এখনই বলা যাচ্ছে না।

শিরোনাম