মানিকগঞ্জে গণ সংবর্ধনায় সিক্ত দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাঈমুর রহমান দূর্জয়কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা জেলার দৌলতপুর উপজেলাবাসীর পক্ষ থেকে গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় নাঈমুর রহমান দূর্জয়কে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শিরোনাম