মানিকগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বিকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের বান্দুটিয়া বাজারে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল ও তার আশপাশ এলাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নির্দেশনায় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ।

বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, সদর উপজেলা বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, সদস্য সচিব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনসহ আরও অনেকে।

শিরোনাম