মানিকগঞ্জে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন স্থান নেই : রিতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, মানিকগঞ্জে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই হবে না। আমার জেলা হবে শান্তির জেলা। যাতে এ জেলার মানুষ প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে। দলীয় নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে থাকতে হবে। যাতে মানিকগঞ্জে আবারো শান্তি ফিরে আসে। আর দলীয় কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি। আফরোজা খান রিতা বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে আমাদের দলে ভিড়তে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। শুধু তাই নয়, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না।

শিরোনাম