মানিকগঞ্জে কারখানায় শ্রমিকের মৃত্যু, আটক-২

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে পুরাতন প্লাস্টিক প্রক্রিয়াজাত কারখানায় মোহাম্মদ জাহিদ (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই কারখানার মালিক গা-ঢাকা দিয়েছে। তবে পুলিশ ঐ কারখানার দু’শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নিহত জাহিদ মানিকগঞ্জ পৌরসভার খিলিন্ডা গ্রামের আজাদ হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে কারখানার মেশিনের সাথে পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রউফ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম