মানিকগঞ্জে কলেজে পড়ার স্বপ্ন পূরণ হলো না সাগরের

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
অনেক অনেক স্বপ্ন ছিল, আশা ছিল কলেজে লেখাপড়া করে অনেক বড় হবে। মা বাবার স্বপ্ন পূরণ করবে। কিন্তু সে আশা রয়েই গেল। ডাক্তারের ভুল চিকিৎসায় তার মৃত্যু হলো। এসএসসি পাশ করেও কলেজে পড়া হলোনা মেধাবি ছাত্র সাগরের। সাগর মানিকগঞ্জ পৌরসভার জয়নগর মাঝি পাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

মানিকগঞ্জের ড: যোসেফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে এসে রবিবার ভোরে মারা যায়। এ ঘটনাটি ধামাচাপা দিতে সাড়ে চার লাখ টাকায় আপোষ করা হয় বলে এলাবাসী জানায়।

জানা গেছে, সাগর গত ১৬ জানুয়ারি বিকেল ৩ টায় ড: যোসেফ মেমোরিয়াল হাসপাতালে এ্যাপিন্ডিক্সের ব্যাথা নিয়ে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নানা পরিক্ষা- নিরীক্ষা শেষে সন্ধ্যা ছয়টার দিকে অপারেশন থিয়েটারে ঢোকায় এবং অনকলে ডা: আরিফ ও এ্যানস্থিওলজিষ্ট এম এ মোমিনকে ডাকা হয়। মোমিন রোগীর অপারেশনের আগে এ্যানেস্থিসিয়া প্রয়োগ করেন। ডা: আরিফ অপারেশন করতে গেলে রোগী ব্যাথায় ছটফট করে। আবারো ইনজেকশন প্রয়োগ করে। এর পর রোগীর অবস্থা বেগতিক হলে তাকে ঢাকায় স্থান্তরের পথে মারা যায়।

এ ব্যাপারে নিহত ঐ শিক্ষার্থীর বাবা জানান, যাদের ভুল চিকিৎসায় আমার ছেলের মৃত্যু হয়েছে। তাদের ফাঁসি চাই। ঐ হাসপাতালের মালিকের শাস্তি চায়। আমি আইনের আশ্রয় নেব।

শিরোনাম