মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সমর্থন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কর্নেল মালেক মেডিকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা কোটা সংস্কার বাতিলের দাবি ও আন্দোলনকারীদের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানান।