মানিকগঞ্জে করোনায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে ঐ পরিবারে চলছে শোকের মাতম।

জানা যায়, মানিকগঞ্জ শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লা ও শামসুন্নাহার জ্যোৎস্নার মেয়ে এবং মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণা ইসলাম রোদেলা বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিল। বুধবার দুপুরে তার শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেলে তাকে দ্রুত মুন্নু জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রোদেলার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথিমধ্যে ঐ স্কুল ছাত্রী মারা যায়।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ সংবাদ মাধ্যমকে বলেন, তার ৫৮ জন সহপাঠীকে করোনা পরীক্ষা করোনো হয়। তবে তাদের কারও দেহে করোনা শনাক্ত হয়নি। শিক্ষার্থীদের মধ্যে যাতে আতংক ছড়িয়ে না পড়ে সেদিকে আমরা খেয়াল রাখছি। ছবি-কালের কন্ঠ

শিরোনাম