মানিকগঞ্জে উপজেলা নির্বাচন বয়কটের জন্য রিতার নেতৃত্বে লিফলেট বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে উপজেলা নির্বাচন বয়কটের জন্য রিতার নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বয়কটের স্লোগানে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেছেন।

রোববার বেলা সোয়া ৩টায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে সদর উপজেলার গিলন্ড বাজার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি পায়ে হেঁটে প্রত্যেকটি দোকানপাটের ব্যবসায়ী, পথচারী, রিকশা-অটোরিকশাচালক, যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভোট বয়কটের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এরপর রিতা দলীয় নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার মিতরা বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

শিরোনাম