মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে উপজেলা নির্বাচন বয়কটের জন্য রিতার নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বয়কটের স্লোগানে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেছেন।
রোববার বেলা সোয়া ৩টায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে সদর উপজেলার গিলন্ড বাজার থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি পায়ে হেঁটে প্রত্যেকটি দোকানপাটের ব্যবসায়ী, পথচারী, রিকশা-অটোরিকশাচালক, যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভোট বয়কটের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এরপর রিতা দলীয় নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার মিতরা বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।