মানিকগঞ্জে ইয়াবাসহ ১২ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ থানা কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ১২ জনকে গ্রেফতার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে,মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার অফিসার ও ফোর্স থানা এলাকার অভিযান পরিচালনা করিয়া ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক মামলার আসামী ১। মোঃ রাসেল শিকদার (৩৪), পিতা-মৃত নুরুল হক শিকদার, স্থায়ী: গ্রাম- বড় বরুন্ডী, থানা ও জেলা-মানিকগঞ্জ, জিআর ওয়ারেন্টের আসামী ২। মোঃ সোহাগ (২৭), পিতা-মোঃ শহিজ উদ্দিন ওরফে শহিদ, সাং-বেতিলা, ৩। মোঃ অপি হোসেন ওরফে বাবু, পিতা-মৃত চান মিয়া, সাং-পুরাতন বাইচাইল, ৪। ইমরান সিকদার, পিতা-ফজলুল হক, সাং-বিশ্বনাথপুর, ৫। আজাদ হোসেন, পিতা-তরাই ওরফে তোরাব আলী, সাং-জয়রা, ৬। মোঃ সাইফুল দেওয়ান, পিতা-মৃত তালেবধর দেওয়ান, সাং-বারাহিরচর (পূর্বপাড়া), ৭। মোঃ শাহাজাদা, পিতা-দেওয়ান হারুন অর রশিদ, সাং-মির্জানগর, ৮। মোঃ আমিনুর রহমান, পিতা-মৃত ইন্তাজ আলী, সাং-মকিমপুর, ৯। মোঃ শাহীনুর রহমান, পিতা-আব্দুস সামাদ, সাং-পাঞ্জনখাড়া, সিআর ওয়ারেন্টের আসামী ১০। মামুন মিয়া, পিতা-আঃ মোন্নাফ, সাং-বনপারিল, ১১। মোঃ রিপন (৩২), পিতা-মৃতঃ দাউদ আলী, সাং-বড় কাটিগ্রাম, ১২। মোঃ লিটন মিয়া, পিতা-মোঃ নাসির উদ্দিন, সাং-জয়রা মেঘশিমুল সর্ব থানা ও জেলা-মানিকগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক ইং ০৯/০২/২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শিরোনাম