মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া গ্রামে রুবেল হোসেন নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, রত্নদিয়া গ্রামের মনসুর আলীর ছেলে রুবেল এর সাথে পাশের গ্রাম গোপালখালির শিপন,পারভেজ, রকিসহ আরো কয়েকজন যুবকের সাথে ইভটিজিং নিয়ে তার বাকবিতন্ডা হয়।এরই জের ধরে তাকে কুপিয়ে গুরুতর জখম করে শিপন ও তার বন্ধুরা। প্রথমে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, আসামীদের ধরার জোর চেষ্টা চলছে।