সংবাদ জমিন জেস্ক ঃঃ
মানিকগঞ্জে ইতিহাস গড়লেন ৭ সাাঁতারু। জেলার দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে সোমবার (২৭ সেপ্টেম্বর) ২৭-২৮ কিঃমিঃ ঐতিহাসিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের কালিগঙ্গার নদীর মোহনা থেকে আরিচা নৌঘাট পর্যন্ত এ সাাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সুদূর গন্তব্যের পানে ৭ জন লড়াকু সাঁতারু দীর্ঘ ৬ঃ৩০ মিনিট দুঃসাহসিক, বিষ্ময়কর সাঁতার অভিযান সম্পন্ন করে মানিকগঞ্জ জেলায় এক নতুন ইতিহাস রচনা করলেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা।
সাঁতারের শুরুতে ৪ জন অংশ গ্রহণ করে। আর ৩-৪ কি:মি: আগে থেকে অংশগ্রহণ করে আরো ৩-৪ জন। সাাঁতারে অংশগ্রহণকারীরা হলো বাঘুটিয়া শিকদার পাড়ার মোঃ আরিফুল ইসলাম, মোঃ বায়েজিদ হোসেন (ব্রাহ্মন্ধী), মো: নূরুল্লাহ, মো: মনোয়ার হোসেন, আশিক,ওমর,রকিব ও সবুজ রানা। প্রতিযোগিতা অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন, মোঃ কামাল হোসেন, সোহেল রানা, শামিম রেজা,তাজুল ইসলাম,আল-মামুন ও মামুন প্রমুখ।