মানিকগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারে সরকারি চাকরিজীবিরা !

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের দৌলতপুরে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠেছে ৮ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। তারা পছন্দের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। যা নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লড়ঘন। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মো. নজরুল ইসলাম নামে এক ইউপি সদস্য প্রার্থী। তাদের সবার বাড়ি দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে।

৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) মো. নজরুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেন, ওই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল থেকে প্রতি বৃহস্পতিবার নিজ এলাকায় আসেন। সরকারি ছুটির দুইদিন (শুক্রবার ও শনিবার) পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। একই সঙ্গে গ্রামে সহজ সরল মানুষদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কিনে নেয়ার হুমকি দেয়ারও অভিযোগ করা হয়। অভিযুক্তরা হলো গাজীপুরের কাপাশিয়া উপজেলার কানুনগো আবুল বাশার, মাসুদ রানা সহ ৮ জন।

এ ব্যাপারে নির্বাচন কমিশন জানিয়েছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম