মানিকগঞ্জে আলোচিত সেই অবাক রেস্টুরেন্টের ৩০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সেই আলোচিত অবাক রেস্টুরেন্ট সবাইকে অবাক করে দিয়েছে পঁচা,বাসি খাবার রেখে ব্যবসা পরিচালনার জন্য। ফলে ৩০ হাজার টাকা জরিমানা গুণতে হলো অবাক রেস্টুরেন্টের মালিককে।

জানা গেছে,মাকিগঞ্জ সদরের অবাক রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে পঁচা,বাসি দুর্গন্ধযুক্ত খাবার রেখে অবাধে ব্যবসা চালিয়ে আসছিল।শুক্রবার(৬ অক্টোবর)মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্বোতিশ্বর পাল গোপন তথ্যের ভিত্তিতে অবাক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে বেশ পরিমান পঁচা,বাসি,দুর্গগন্ধযুক্ত খাবার নিরুপণ করে।এ সময় ভোক্তা অধিকতার সংরক্ষণ আইনে অবাক রেস্টুরেন্টের মালিক অবাককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এর পূর্বে অভিযানের খবর পেয়ে রেস্টুরেন্টের মালিক অবাক সটকে পড়ে।

শিরোনাম