মানিকগঞ্জে আরো ৮ জন করোনায় আক্রান্ত : মোট-১৮৭০

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জে নতুন করে আরো আট জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ হাজার ৮ শত ৭০ জনে। শনিবার (২০ মার্চ) বিকেল ৫ টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৮ মার্চ ৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের চারজন, ঘিওরের দুইজন, হরিরামপুরের একজন ও সিংগাইরের একজন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। জেলায় এ পর্যন্ত ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮ শত ৯ জন।

শিরোনাম