মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঝন্টু ওরফে সোহাগ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে কলিয়া ইউনিয়নের উয়াইল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে এলাকার মাটি ব্যবসায়ী জাকির হোসেন তাকে পিটিয়ে হত্যা করেছে।
জানা যায়,মাটিবাহী গাড়ি চলার কারণে ঝন্টুর বাড়ির সামনে পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে জাকিরের কাছে গিয়ে প্রতিবাদ জানান তিনি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে রোববার রাত ৮টার দিকে জাকির ও তাঁর সহযোগীরা তাকে রাস্তা থেকে অপহরণ করে ঈদগা মাঠে নিয়ে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছেন বলে জানা যায়। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হেবে।