মানিকগঞ্জে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর আত্মহত্যা,লম্পট প্রেমিক পলাতক

মানকিগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কলেজপড়ুয়া শিক্ষার্থীর প্রেম ও শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করায় অন্তঃসত্ত্বা ওই ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্রীর বড় বোন সুরমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের দাবি, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফরোজা দুই মাসের গর্ভবতী ছিল। এ ঘটনা প্রেমিক সাব্বির হোসেন অস্বীকার করায় লোকলজ্জার ভয়ে আফরোজা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দুর এলাকায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। নিহত আফরোজা আক্তার ওই গ্রামের আজগর আলীর মেয়ে। সে গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।লম্পট প্রেমিক পলাতক রয়েছে।তাকে ধরার জোর চেষ্টা চলছে।

শিরোনাম