মানিকগঞ্জের সিংগাইরে ১২ জুয়াড়ী গ্রেফতার

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের অভিযানে ১২ জুয়াড়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকার জনৈক আর্শেদ আলীর চায়ের দোকানের সামনে থেকে এসব জুয়াড়ীকে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৬ হাজার ৯০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন,উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের রফেজ উদ্দিনের ছেলে আর্শেদ আলী (৩৮), মৃত শুকুর আলীর ছেলে জামাল উদ্দিন (৩৮), মহর আলীর ছেলে রিপন আলী (৩৬), রেহাজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩৯), মৃত রাহেজ উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৩৫), মৃত সমশের আলীর ছেলে আব্দুল হালিম (৪০), মৃত দোখাইর ছেলে রমজান আলী(৫০), মৃত আবুল হোসেনের ছেলে শুকুর আলী (৫০), ওয়াইজ নগর গ্রামের রহমান মোল্লার ছেলে বিপ্লব হোসেন (২৫), পাঁচপাড়া গ্রামের খইমুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪০), বায়রা গ্রামের মৃত সুরেশ সরকারের ছেলে রতন সরকার (৪৮), মানিকগঞ্জ সদর থানার পূর্ব অরঙ্গবাজ গ্রামের আনছার আলীর ছেলে মাসুদ রানা (৩৫)। পরে তাদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম