মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকায় মাহেন্দ্র ট্রলির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, উপজেলার তালেবপুর ইউনিয়নের চর রাজেন্দ্রপুর গ্রামের হাজী আক্কাছ খানের ভাড়াটিয়া দেলোয়ার হোসেন ধলু মিয়া (৪০) মোটরসাইকেল যোগে ১৩ মার্চ, সকাল ১১টার দিকে বায়রা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর এলাকার কাশিমনগর ঘাট সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের পাশে পৌঁছলে ধলেশ্বরী নদী থেকে মাটি আনতে যাওয়া বেপরোয়া একটি মাহেন্দ্র ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন। ধলু মিয়ার আত্মীয় স্বজন তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, ট্রলিটি জব্দ করা হয়েছে, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।