মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যত টিকিট বাণিজ্য!

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহি:র্বিভাগে যত টিকিট বাণিজ্য! আার এ নিয়ে অভিযোগের কমতি নেই। স্বাস্থ্য কমপ্লেক্সটির বিরুদ্ধে এসব অভিযোগ হরহামেশায় হচ্ছে।

জানা গেছে,ঐ কমপ্লেক্সের বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের জন্য টিকিটের মূল্য ৩ টাকা নেয়ার কথা থাকলেও সেখানে নেয়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা আবার কারো কারো কাছ থেকে ২০ টাকা। হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। এসব অতিরিক্ত টাকা কারা হাতিয়ে নিচ্ছে?দালাল চক্র নাকি অন্যজনেরা?নিয়মই যখন অনিয়ম হয়ে দেখা দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে।এমন প্রমাণ এখন অহরহ মিলছে।

ভুক্তভোগীদের কেউ বলছেন,তাদের কাছ থেকে ৫ টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে।আবার কেউ কেউ বলছে ১০ ও ২০ টাকা করে নেয়া হয়েছে। ঐ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন সেবা প্রার্থীর সংখ্যা প্রায় ৫ শতাধিক।টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. মুশফিকুর রহমান অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারে অবশ্য ভাংতির অজুহাদ দাঁড় করান।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাফসান রেজা অবশ্য ভাংতির অজুহাত দাঁড় করানোর পাশাপাশি অতিরিক্ত টাকা সরকারি কেষাগারে জমা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিরোনাম