মানিকগঞ্জের সিংগাইরে ১২লাখ টাকার মাদকসহ বুলেট গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর থেকে ১২ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ বুলেট (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার গোবিন্দল (পূর্বপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিংগাইর উপজেলার গোবিন্দল (পূর্বপাড়া) এলাকার মৃত তোতা দেওয়ানের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

জানা গেছে, ডিবির একটি অভিযানিক দল মাদক ব্যবসায়ী বুলেটের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় ১০০ গ্রাম হেরোইন ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমুল্য ১২ লাখ টাকা। এ সময় আরো উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা।

শিরোনাম