মানিকগঞ্জের সিংগাইরে মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাদকসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলার জয়মন্টপ এলাকার নতুন বাসস্ট্যান্ড ও ফোর্ডনগর এলাকার ফোর্ডনগর বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলো,সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর এলাকার কামাল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (২০), মৃত হারাধন শীলের ছেলে সাগর শীল (২১), মৃত সম্ভু নাথ বসাকের ছেলে উদয় বসাক (২১) এবং উপজেলার ফোর্ডনগর খানপাড়া এলাকার মৃত শেখ আব্দুল জমির উদ্দিন (৬০)। এরা দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

শিরোনাম