মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর শিশু আলআমিন হত্যার ঘটনায় গ্রেফতার-৪

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিবগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর শিশু আলআমিন হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) আর একজনকে সিংগাইর থানা-পুলিশ গ্রেফতার করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বড় বাঁকা গ্রামের জব্বারের পুত্র আলী আকবর (২১) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সিংগাইর থানা-পুলিশ। এরপর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
এরপর মামলাটি মানিকগঞ্জ পিবিআইতে স্থানান্তর করা হলে তারা শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হৃদয়সহ আরো ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। অধিকতর তদন্তের স্বার্থে পিবিআই বিস্তারিত জানাতে অপারগ প্রকাশ করেছে।

 

শিরোনাম