মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফরহাদ হোসেন (৫০) নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।
নিহত ফরহাদ হোসেন পাতিলাপাড়ার এলাকার মৃত দারোগালীর ছেলে। তিনি সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
জানা যায়, বুধবার (২৩ মার্চ) বিকেলে বাড়ি থেকে বের হন ফরহাদ। বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলছিল না।
শনিবার সকালে লোকজন প্রতিবেশী মাহিন্দ্র মন্ডলের বাড়ির পাশে লাশটি দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।