মাসুদ চৌধুরী সাঈদ ঃঃ
৮ অক্টোবর শুক্রবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলীবাজারের মা বাসনা ফার্মেসীর স্বত্তাধিকারী পল্লীচিকিৎসক রতন চন্দ্র দাস এর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এখনো তোলপাড় চলছে। বিষয়টি নিশ্চিত করেন রোগীর চাচা মোঃ ফজর বেপারী।
ফজর বেপারী জানান, হঠাৎ পেটে ব্যথার কারণে ভাতিজা বোরহান বেপারীকে চিকিৎসার জন্য উথলী মা বাসনা ফার্মেসীতে আনা হলে দোকানের মালিক রতন চন্দ্র দাস তিনি রোগীকে ২টি ইনজেকশন পুশ করিলে কিছুক্ষণ পর ছপফট করে রোগীর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান চাচা ফজর।
তিনি আরো জানান, উথলী ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তবে উথলী ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমানকে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানাগেছে, বোরহান বেপারীকে চিকিৎসা ডাঃ রতন চন্দ্র দাসই করেছে। বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রাজা মিয়া জানান, শিবালয় আমাদের সমিতি নাই। অনেকবার কমিটি করার চেষ্টা করেছি সম্ভব হয়নি, তবে ভুল চিকিৎসায় রোগী মারা গেলে চিকিৎসকের সাজা হওয়া উচিৎ। আইনের বাইরে আমরা কেউ না।