মানিকগঞ্জের শিবালয়ে গুলিতে নিহত রফিকুলের পরিবারের পাশে রিতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে গুলিতে নিহত রফিকুলের পরিবারের পাশে রিতা।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের রফিকুল ইসলামের ১৪ মাসের একমাত্র শিশুকন্যার দায়িত্ব নিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন নগদ ১ লাখ টাকা। এ ছাড়া পরিবারটির পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন জানিয়েছেন।

রফিকুল ইসলাম গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। রোববার সন্ধ্যায় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নিহত রফিকুল ইসলামের স্মরণসভা। সভায় উপস্থিত করা হয় নিহত রফিকুল ইসলামের স্ত্রী শ্রাবণী আক্তার, ১৪ মাসের কন্যা রাইসা, পিতা রহিজ উদ্দিন ও মা চায়না বেগমকে। এসময় আফরোজা খান রিতা নিহত রফিকুল ইসলামের শিশুকন্যাকে কোলে তুলে নেন। নিমিষেই কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠে স্মরণসভার পুরো পরিবেশ। এ সময় আফরোজা খান রিতাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহসহ দলের নেতা-কর্মীরা।

শিরোনাম