সাকিবুজ্জামান সজিব ঃঃ
মানিকগঞ্জের মানিক ফোক শিল্পী কিরণচন্দ্র রায় ! কিরণচন্দ্র রায় ১৯৫৭ সালের ২৫ জুলাই জন্ম গ্রহণ করেন মানিকগঞ্জের ভাটিবয়রা গ্রামে। তার বাবার নাম জুরানচন্দ্র রায় মায়ের নাম মুক্তা রায়।কিরণচন্দ্র রায়ের লেখাপড়ার হাতেখড়ি হরিরামপুর উপজেলার ভাটি বায়রা ফ্রি প্রাইমারী স্কুলে।
পাটগ্রাম আনাথ বন্ধু হাইস্কুল থেকে এসএসসি পাস করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হন জগন্নাথ কলেজে। কিরণচন্দ্র রায় একজন পেশাগত সংগীত শিল্পী হলেও তার মুল পেশা শিক্ষকতা। তিনি আরমানীটোলা সরকারি হাইস্কুলের একজন শিক্ষক এবং লালন পরিষদের সংগীত বিভাগের অধ্যক্ষরুপে দুই বছর দায়িত্ব পালন করেছেন।
কিরণচন্দ্র রায় বিবাহ করেছেন আরেক সংগীত শিল্পী চন্দ্রনা মজুমদারকে। তিনি তার জীবনে পেয়েছেন বহু পুরষ্কার বহু সম্মান এবং গর্বিত করেছেন আমাদের মানিকগঞ্জকে। সূত্র-মানিকগঞ্জ পরিবার