মানিকগঞ্জের পাসপোর্ট করতে এসে গ্রেফতার ২ রোহিঙ্গা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে পাসপোর্ট করতে এসে গ্রেফতার হলো ২ রোহিঙ্গা।গত ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জের আঞ্চলিক অফিসে পাসপোর্ট করতে এসে নারীসহ ঐ ২ রোহিঙ্গা গ্রেফতার হয়।এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয় পত্রসহ অন‍্যান‍্য জাল কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নারী হুমায়রা বেগম (১৬) ও কক্সবাজারের চকরিয়ার একটি ক্যাম্পের রোহিঙ্গা আবু তাহের।

সূত্র আরো জানায়,জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চান্দহর এলাকার মোঃ খলিলুর রহমান ও মাতা রাশিদা খাতুনের মেয়ে তাসমিন বেগম পরিচয়ে পাসপোর্টের আবেদন করেন রোহিঙ্গা নারী হুমায়রা বেগম। এরপর রোববার তার সঙ্গে আসে ভাতিজা আবু তাহের। আবু তাহের জানায়, ২০০৮ সনে পরিবারের সঙ্গে বাংলাদেশে আসে এবং টেকনাফের উখিয়ায় বসবাস শুরু করে। এরপর ২ বছর আগে সৌদি প্রবাসী তোফাইল হোসেনের সঙ্গে ফোনে পারিবারিক ভাবে বিয়ে হয় হুমায়রার। সে বলে যে, কয়েক মাস আগে হুমায়রাকে তার স্বামী প্রবাসে যেতে পাসপোর্ট করতে বলে ও তার স্বামী এক বন্ধুর সাথে যোগাযোগ করিয়ে দেয়। সেই সুবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেয়ার জন্য এলে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে পাসপোর্ট কর্মকর্তারা। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়। চান্দহর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বাদল বলেন, ইউনিয়নের যে পরিচয়পত্র ও আমার স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সেটি আসল নয়, ইহা সকলই ভুয়া। বিষয়টি শুনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নিব।

সদর থানার অফিসার ইনচর্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম