মানিকগঞ্জের পদ্মা নদীতে ডুবে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার


নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া আহসান হাবিব (৪৩) নামে এক গার্মেন্টস কর্মকর্তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২মে) দুপুরে ঘটনাস্থলের ২০০ মিটার দূরে তার লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিয়ে পাটুরিয়া নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আহসান আহসান হাবিব ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার নাসা গ্রুপের মহাব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায়। স্ত্রী ও ১০ বছরের শিশু ছেলেকে নিয়ে তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় থাকতেন।
ঘটনার দিন নদীতে সখ বশত গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ২ দিন পর তার লাশ ভেসে উঠলে লোকজন পুলিকে খবর দেয়।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


শিরোনাম